নিজেকে গড়ে তুলুন 👌
আদর্শ শিক্ষাব্যবস্থা একজন মানুষকে কেবল শিক্ষিতই করেনা, তাকে সমাজের একজন উপার্জনক্ষম মানবসপম্পদ করে তোলে।এখানকার স্কুলের পাঠ্যক্রমে ওয়ার্ক এডুকেশন বা কর্মশিক্ষা বলে একটি বিষয় থাকে যাতে পেশাদারিত্ব অর্জনের প্রাথমিক কিছু প্রশিক্ষণ ছেলেমেয়েদের দেওয়া হয় কিন্তু সেটুকু যথেষ্ট নয়। দ্রুত কর্মক্ষম হয়ে টাকা রোজগার করতে চাইলে আরও কিছু বিষয়ে দক্ষতা এখন জরুরী।তাই, উচ্চমাধ্যমিক পাশ করার পর সময় নষ্ট না করে কয়েকমাসের স্কিল ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হয়ে যান।
জেনে নিন যে ৭টি স্কিল ডেভেলপমেন্ট কোর্স আপনি উচ্চমাধ্যমিক পাশ হলেই করতে পারবেন-
১। ডিজিটাল মার্কেটিং
২. অ্যানিমেশন এবং ভিএফএক্স
৩। গ্রাফিক ডিজাইন কোর্স
৪। স্পোকেন ইংলিশ অথবা অন্যান্য বিদেশি ভাষা শেখার কোর্স
৫। সাংবাদিকতা এবং জনসংযোগ
৬। ফিনান্স বা অর্থের কোর্স
৭। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কোর্স
তার মধ্যে সব থেকে কম সময়ে স্কিল ডেভেলপ করে সফলতা, টাকা, সম্মান এসব কিছু পাওয়া যা ডিজিটাল মার্কেটিং এ
এবার জানাবো ডিজিটাল মার্কেটিং কি?
ইন্টারনেটের ব্যবহার দিন দিন বাড়ছে তাই ডিজিটাল মার্কেটিং এখন ভারতের অন্যতম প্রধান চাহিদাসম্পন্ন সেরা স্কিল ডেভেলপমেন্ট কোর্সে পরিণত হয়েছে।
ডিজিটাল বিপণনে ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মোবাইল মার্কেটিং , ওয়েব অ্যানালিটিক্স, ইমেল মার্কেটিং , বিক্রয় ফানেল, কনভেনশন রেট অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, কনটেন্ট মার্কেটিং ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেওয়া হয়।
ডিজিটাল মার্কেটিং শিখতে কোনও বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই। স্কুলে পড়তে পড়তে বা উচ্চমাধ্যমিকের পর বা স্নাতকস্তরের যে কোনও শিক্ষার্থী ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন।
সি আই এম এর মতো বড় কোনও প্রতিষ্ঠান থেকে এই কোর্স করলে ক্যাম্পাসিং-এ চাকরি পেয়ে যাবেন। অন্যান্য সংস্থা থেকে করলেও পোর্টফলিও তৈরি রেখে চাকরির পোর্টালগুলোয় আপলোড করলেই দ্রুত কাজ পাবেন।
যে পদগুলোতে কাজ পেতে পারেন- ডিজিটাল মার্কেটিং শিখলে ডিজিটাল কনটেন্ট ডেভেলপার, ওয়েব ডেভেলপার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল সিআরএম অ্যানালিস্ট , ই-কমার্স এক্সিকিউটিভ প্রভৃতি পদে কাজ পাবেন বহুজাতিক বিভিন্ন সংস্থায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন