পোস্টগুলি

জুন, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বৃষ্টি💗💗

ছবি
 বৃষ্টি নিয়ে সৃতিচারণ  ছোট বেলায় বৃষ্টি মুকুর দিনে স্কুল ছুটি হলে ছাতা থাকলেও খুলতাম না বৃষ্টিতে ভিজার জন্য। বাড়ির পাশেই স্কুল, তবুও মা অনেক বকাবকি করতো বৃষ্টিতে ভিজলে।  আসলে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আমার। কিন্তু এই বড় বেলায় বৃষ্টিতে ভিজতে ভয় লাগে যদি ঠান্ডা লাগে, জ্বর- জারি হয় অনেক জামেলায় পড়তে হবে কারন মা তো নাই কাছে।  আমি নিজে এখন মা,  যদি আমি অসুস্হ হই তাহলে আমার থেকে বেশি কষ্ট হবে আমার বেবিদের তাই আর বৃষ্টিতে ভিজা হয় না।  খুব ইচ্ছে করে দৌড়ে গিয়ে বৃষ্টিকে ভিজে আসি ইচ্ছে মত ভিজব আর ভিজব।  হা হা হা এটা কল্পনাতে ভালো লাগে বাস্তবতা তা না।  ছোট বেলায় বর্ষণমুকুর সন্ধ্যায় পড়তে বসার আগে বাঁদাম ভাজি আমার চাই চাই আর না হলে কিছুতেই পড়তে বসবো না।  এটা মাকে আগে থেকে বলে রাখতাম। মাও বাঁদাম ভেজে দুই ভাই বোনকে দিত।  আহা কি শান্তি ছোট বেলার বৃষ্টিময় দিন গুলো। বেশি বৃষ্টি হলে চারপাশে তৈ তৈ পানি আর ব্যাঙ্গের বাচ্চার আনাগোনা দেখতে দেখতে সময় চলে যেত মাঝে মাঝে মেঘের গর্জন আহা কি একটা অদ্ভুত অনূভুতি।  বৃষ্টির দিনে ঘুম আর গল্পের বই অনেক বেশি ভালো লাগত  তখন স্মার্ট ফোনে মুখ লুখিয়ে তাকতাম না যা ছিলোই না

নিজেকে গড়ে তুলুন 👌

ছবি
 আদর্শ শিক্ষাব্যবস্থা একজন মানুষকে কেবল শিক্ষিতই করেনা, তাকে সমাজের একজন উপার্জনক্ষম মানবসপম্পদ করে তোলে।এখানকার স্কুলের পাঠ্যক্রমে ওয়ার্ক এডুকেশন বা কর্মশিক্ষা বলে একটি বিষয় থাকে যাতে পেশাদারিত্ব অর্জনের প্রাথমিক কিছু প্রশিক্ষণ ছেলেমেয়েদের দেওয়া হয় কিন্তু সেটুকু যথেষ্ট নয়। দ্রুত কর্মক্ষম হয়ে টাকা রোজগার করতে চাইলে আরও কিছু বিষয়ে দক্ষতা এখন জরুরী।তাই, উচ্চমাধ্যমিক পাশ করার পর সময় নষ্ট না করে কয়েকমাসের স্কিল ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হয়ে যান। জেনে নিন যে ৭টি স্কিল ডেভেলপমেন্ট কোর্স আপনি উচ্চমাধ্যমিক পাশ হলেই করতে পারবেন- ১। ডিজিটাল মার্কেটিং ২. অ্যানিমেশন এবং ভিএফএক্স ৩। গ্রাফিক ডিজাইন কোর্স ৪। স্পোকেন ইংলিশ অথবা অন্যান্য বিদেশি ভাষা শেখার কোর্স ৫। সাংবাদিকতা এবং জনসংযোগ ৬। ফিনান্স বা অর্থের কোর্স ৭। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং কোর্স তার মধ্যে সব থেকে কম সময়ে স্কিল ডেভেলপ করে সফলতা, টাকা, সম্মান এসব কিছু পাওয়া যা ডিজিটাল মার্কেটিং এ  এবার জানাবো ডিজিটাল মার্কেটিং কি? ইন্টারনেটের ব্যবহার দিন দিন বাড়ছে তাই ডিজিটাল মার্কেটিং এখন ভারতের অন্যতম প্রধান চাহিদাসম্পন্ন সেরা স্কিল ডেভেলপমেন