বৃষ্টি💗💗
বৃষ্টি নিয়ে সৃতিচারণ ছোট বেলায় বৃষ্টি মুকুর দিনে স্কুল ছুটি হলে ছাতা থাকলেও খুলতাম না বৃষ্টিতে ভিজার জন্য। বাড়ির পাশেই স্কুল, তবুও মা অনেক বকাবকি করতো বৃষ্টিতে ভিজলে। আসলে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আমার। কিন্তু এই বড় বেলায় বৃষ্টিতে ভিজতে ভয় লাগে যদি ঠান্ডা লাগে, জ্বর- জারি হয় অনেক জামেলায় পড়তে হবে কারন মা তো নাই কাছে। আমি নিজে এখন মা, যদি আমি অসুস্হ হই তাহলে আমার থেকে বেশি কষ্ট হবে আমার বেবিদের তাই আর বৃষ্টিতে ভিজা হয় না। খুব ইচ্ছে করে দৌড়ে গিয়ে বৃষ্টিকে ভিজে আসি ইচ্ছে মত ভিজব আর ভিজব। হা হা হা এটা কল্পনাতে ভালো লাগে বাস্তবতা তা না। ছোট বেলায় বর্ষণমুকুর সন্ধ্যায় পড়তে বসার আগে বাঁদাম ভাজি আমার চাই চাই আর না হলে কিছুতেই পড়তে বসবো না। এটা মাকে আগে থেকে বলে রাখতাম। মাও বাঁদাম ভেজে দুই ভাই বোনকে দিত। আহা কি শান্তি ছোট বেলার বৃষ্টিময় দিন গুলো। বেশি বৃষ্টি হলে চারপাশে তৈ তৈ পানি আর ব্যাঙ্গের বাচ্চার আনাগোনা দেখতে দেখতে সময় চলে যেত মাঝে মাঝে মেঘের গর্জন আহা কি একটা অদ্ভুত অনূভুতি। বৃষ্টির দিনে ঘুম আর গল্পের বই অনেক বেশি ভালো ল...